নজরুল বিশ্ববিদ্যালয়ে সাবেক-বর্তমান শিক্ষার্থীদের টুর্নামেন্ট
ছবি: সংগৃহিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো 'শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট' এর ৫ম আসর। শুক্রবার (১ নভেম্বর) বিকাল ৩টা থেকে শুরু হওয়া টুর্নামেন্টটি চলে শনিবার (২ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত।
কেন্দ্রীয় খেলার মাঠে হওয়া দিন-রাতব্যাপী টুর্নামেন্টে বিজয় লাভ করেছে 'বিদ্রোহী ব্লেজার্স' এবং রানার্সআপ হয়েছে 'সাম্যবাদী স্ট্রাইকার্স'। ২০১৮ সাল থেকে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করে আসছে আয়োজক শর্ট পিচ ক্রিকেট গ্রাউন্ড কমিউনিটি (এসপিসিজি)। জমজমাট এই খেলার উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্ববিদ্যালয়ে ছুটে আসেন সাবেক শিক্ষার্থীরা। ফলে টুর্নামেন্টটি রূপ নেয় সাবেক বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায়।
এবারের আসরে মোট ছয়টি দল অংশগ্রহণ করে, যাদের নামকরণ করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মের আঙ্গিকে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হলো—সাম্যবাদী স্ট্রাইকার্স, বাঁধনহারা ব্লাস্টার্স, ধুমকেতু ড্রিমার্স, চক্রবাক চ্যালেঞ্জার্স, অগ্নিবীণা অ্যাভেঞ্জার্স এবং বিদ্রোহী ব্লেজার্স। দলগুলোর অধিনায়কত্ব করেন যথাক্রমে অমিত হাসান রনি, আশরাফুল ইসলাম, শাওন জুবায়েদ, সামিউল সরকার, বিপ্লব হাসান এবং আরিফুল ইসলাম।
টুর্নামেন্টের অন্যতম আয়োজক হায়দার আলী খান রনি বলেন, এসপিসিজি ক্রিকেট টুর্নামেন্টটি প্রতিবছর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। আমরা সাবেক শিক্ষার্থীরা এই খেলাকে কেন্দ্র করে ক্যাম্পাসে আসি। সবার সাথে দেখা করে আমাদেরও ভালো লাগে। এবারের টু্র্নামেন্টে আমাদের কমিউনিটির বাইরের শিক্ষার্থীদেরকে নিয়ে আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে আরও জাকজমকভাবে টুর্নামেন্টটি আয়োজন করতে চাই।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: