• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

জকসুতে শিবির প্যানেলের ভিপি-জিএসসহ চার প্রার্থীর ছবি বিকৃতি

প্রকাশিত: ০৮:১২, ২৩ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জকসুতে শিবির প্যানেলের ভিপি-জিএসসহ চার প্রার্থীর ছবি বিকৃতি

চার প্রার্থীর বিকৃত করা ছবি। সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি, জিএসসহ চার প্রার্থীর ছবি বিকৃতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বোটানিক্যাল গার্ডেনের লোহার রেলিংয়ে বিকৃত করা ছবি সম্বলিত এসব পোস্টার পাওয়া যায়

জানা যায়, বিকাল ২টার দিকে বোটানিক্যাল গার্ডেনে ঝুলানো অবস্থায় শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ, কার্যনির্বাহী সদস্য প্রার্থী সালেম হোসেন সিয়াম, অপর কার্যনির্বাহী সদস্য প্রার্থী মো. আব্দুল্লাহ আল ফারুকের বিকৃত করা পোস্টার দেখা যায়।

এর পর মুহূর্তেই বিকৃত করা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায়, পোস্টারের মধ্যে থাকা প্রার্থীদের ছবিগুলো কালি দিয়ে বিকৃত রূপ দেওয়া হয়েছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিক্ষার্থীরা এরকম নোংরামির সমালোচনা করে বিভিন্ন পোস্ট দিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ডকে অনেকেই উস্কানি মনে করছেন। কেউ আবার এতে করে নির্বাচনী পরিবেশ নিয়েও উদ্বিগ্ন হয়েছেন।

শিবির সমর্থিত প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থী সালেম হোসেন সিয়াম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা সব সময় সহাবস্থান ও সৌহার্দপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করি। যারা ছবি বিকৃত করার মতো নিকৃষ্ট পন্থার আশ্রয় নিয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা আশা রাখি, ৩০ ডিসেম্বরের নির্বাচনে শিক্ষার্থীরা এসব কাজের সমুচিত জবাব দেবে।

শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম জানান, আমরা ক্যাম্পাসে সুষ্ঠু ধারার রাজনীতি চাই। এভাবে পোস্টার ও ছবি বিকৃতি করে শিবিরকে দমিয়ে রাখা যাবে না। যারা এসব কাজ করেছে, তাদের প্রতি নিন্দা জানানো ছাড়া আমাদের আর কোনো ভাষা নেই।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আইন বিভাগের চেয়ারম্যান ড. মো. শহিদুল ইসলাম বলেন, পোস্টার বিকৃত করার বিষয়ে কেউ আমাদের কাছে এখনো অভিযোগ দেয়নি। তাই এ নিয়ে কোনো মন্তব্য করতে পারছি না।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2