• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আত্মরক্ষা শেখাতে এলটিডিইজেডের ২য় কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩:২১, ১৯ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
আত্মরক্ষা শেখাতে এলটিডিইজেডের ২য় কর্মশালা অনুষ্ঠিত

আত্মরক্ষা, আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো LTDEZ 2nd Self-Defence Workshop 2025। এলটিডিইজেড (Latent Talents Discovering & Employing Zone)-এর সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় ২০০+ শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন এলটিডিইজেডের প্রতিষ্ঠাতা ও সিইও শাহরিয়ার ইমন ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি মোয়াজ্জেম হোসেন।

প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন, 'শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, আত্মরক্ষা ও বাস্তব জীবনের দক্ষতা অর্জন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলটিডিইজেড-এর এই উদ্যোগ প্রশংসনীয়।'

সিইও শাহরিয়ার ইমন বলেন, 'আত্মরক্ষা মানে শুধু শারীরিক প্রতিরক্ষা নয়, এটি আত্মবিশ্বাস, মানসিক শক্তি ও নেতৃত্বের বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ। যারা নিজেদের দক্ষতা ও কণ্ঠস্বর নিয়ন্ত্রণ করতে পারে, তারা জীবনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে।'

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, 'নিয়মিত অনুশীলন ও শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মরক্ষা ও আত্মনির্ভরশীলতার গুণ অর্জন করতে পারে। আজকের কর্মশালা তাদের সেই পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।'

কর্মশালায় আত্মরক্ষার কৌশল, আত্মবিশ্বাস বৃদ্ধির অনুশীলন ও বাস্তব পরিস্থিতি সামলানোর প্রশিক্ষণ প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের কর্মশালা তাদের আত্মবিশ্বাস বাড়াতে ও জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত হতে সহায়ক।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষক ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এলটিডিইজেড জানায়, ভবিষ্যতে আরও শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2