বেরোবি’তে আছিয়ার গায়েবানা জানাজা ও প্রতিবাদী বিক্ষোভ মিছিল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নিপীড়ন ও ধর্ষণ বিরোধী মঞ্চের উদ্যোগে শিশু আছিয়ার ধর্ষণ এবং হত্যার প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মৃত আলিয়ার গায়েবানা জানাজা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে গায়েবানা জানাজা শেষে প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল করেছে বেরোবির শিক্ষার্থীরা।
এসময় মো. শামসুর রহমান সুমন বলেন, ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে রাষ্ট্র একটি ইতিহাস তৈরি করতে পারে যাতে পরবর্তীতে আর কোনো মা-বোন ধর্ষিত না হয়। এ ধরনের অরাজকতা ও কলঙ্কিত কাজ করতে যেন ধর্ষকের বুক কেঁপে ওঠে। আমরা প্রশাসনকে এই ধর্ষকদের বিচারকার্য অনতিবিলম্বে করার দাবি জানাই।
ধর্ষকের ৯০ দিনের মধ্যে বিচারকার্য সম্পাদনের ব্যাপারে সুমন মিয়া বলেন, বিষয় টা খুবই দুঃখজনক যে একজন ধর্ষকের ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সকল তথ্য ও প্রমাণ সঠিক থাকার পরও তাকে শাস্তির আওতায় আনতে ৯০ দিন লাগার মতো কোনো প্রশ্নই আসে না। ধর্ষকদের যতো দ্রুত সম্ভব দৃশ্যমান দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। যাতে করে আমাদের সোনার বাংলাদেশে আর কোনো মা-বোন ধর্ষিত না হয়।
এছাড়াও রাকিব মিয়া নামের এক শিক্ষার্থী বলেন, বর্তমানে আমাদের সমাজ ও রাষ্ট্রে যে নৈতিকতার অবক্ষয় হওয়ার ফলে আজকে ধর্ষণের মতো কলঙ্কিত কাজের বিষয় গুলো আমাদের সামনে আসছে। আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে প্রশাসনকে জানাতে যাই ধর্ষকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার। ধর্ষকদের ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে তাদেরকে জনসম্মুখে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে করে আর কেউ এই ন্যাক্কারজনক কাজ করতে আগ্রহী না হয়।
বিভি/এসজি
মন্তব্য করুন: