• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইস্তাম্বুলে বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার ও মিলনমেলা

প্রকাশিত: ১৬:১৯, ১৮ মার্চ ২০২৫

আপডেট: ২০:৩৫, ১৮ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
ইস্তাম্বুলে বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার ও মিলনমেলা

তুরস্কে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন তুর্কিয়ে (বাসাত) প্রতি বছরের মতো এবারও রমজানে ‘বাসাত গ্র্যান্ড ইফতার ২০২৫’ আয়োজন করেছে

গত রবিবার ইস্তানবুলে অনুষ্ঠিত এই আয়োজন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি তুরস্কে বসবাসরত বাংলাদেশিদের মিলনমেলার এক বিশেষ উপলক্ষ। ইস্তানবুলসহ তুরস্কের বিভিন্ন শহরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি ব্যবসায়ী, বিভিন্ন নামী প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি ও তাদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই আয়োজন প্রায় তিন শতাধিক অতিথির মিলনমেলায় পরিণত হয়।

এবারের আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইস্তানবুলে বাংলাদেশের কনসাল জেনারেল মিজানুর রহমান, এবং বিশেষ অতিথি ছিলেন প্রবীণ ইতিহাসবিদ ও শিক্ষাবিদ, ইস্তানবুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেহমেত মাহফুজ সোইলেমেজ।

এছাড়া উপস্থিত ছিলেন তুরস্কের সরকারি স্কলারশিপ তত্ত্বাবধানকারী মন্ত্রণালয় (YTB)-এর ইস্তানবুল অফিসের প্রতিনিধি ওয়ুজহান তুনজায়, আন্তর্জাতিক ছাত্র সংগঠন ফেডারেশন (উদেফ), বাব-ই-আলেম আন্তর্জাতিক ছাত্র সংগঠন, তুর্কিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন (তুমেদ)-এর সভাপতি ও প্রতিনিধিবৃন্দ, তুরস্কের শীর্ষস্থানীয় সিভিল অর্গানাইজেশন তুর্কিয়ে ইয়্যুথ ফাউন্ডেশন (তুগভা), আনাদোলু ইয়্যুথ ফাউন্ডেশন, নতুন বিশ্ব ফাউন্ডেশন (YDV)-এর সভাপতি ও প্রতিনিধিবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বাসাতের সাবেক সভাপতি এবং বর্তমানে আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মুমিন।

সন্ধ্যা ৬টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ইস্তানবুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফেজ তানভীর উদ্দিন জামাল-এর তেলাওয়াতের পর মারমারা বিশ্ববিদ্যালয়ের মামুনুর রশিদ রেদোয়ান-এর পরিবেশিত ইসলামী সংগীত উপস্থিত সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে ইফতার পরিবেশন করা হয়, যেখানে অতিথিদের জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারের আয়োজন ছিল। 

ইফতারের পূর্বে আমন্ত্রিত প্রধান ও বিশেষ অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারা বাসাত-এর এই বার্ষিক উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সাংস্কৃতিক ও সৌহার্দ্যের সেতুবন্ধন তৈরিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। সুন্দর, মনোমুগ্ধকর ও সুশৃঙ্খল এই ইফতার আয়োজনের জন্য অতিথিরা বাসাত-এর আয়োজক কমিটি ও সদস্যদের বিশেষভাবে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাসাত-এর সভাপতি ওমর ফারুক হেলালী, এবং সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সাইয়্যেদ মাগফুর আহমদ।

বিভি/এজেড

মন্তব্য করুন: