আওয়ামী লীগের পুনর্বাসন অপচেষ্টার বিরুদ্ধে বেরোবিতে বিক্ষোভ

‘জান দিব তবু জুলাই দিব না’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে আজীবন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান ফটকের সামনে এসে জমায়েত হয়।
এ সময় রহমত আলী নামে এক শিক্ষার্থী বলেন, যে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, তাদের গণহত্যার বিচার না করে যদি তাদেরকে বাংলাদেশে আবারো ফেরানোর যে চক্রান্ত করে, সে যাই হোক আমরা তাকে কোন ভাবেই মেনে নিব না। বাংলাদেশের বিপ্লবী ছাত্র-জনতা খুনি আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসনের প্রচেষ্টাকে রুখে দিতে সদা প্রস্তুত আছে।
তিনি আরও বলেন, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে, আওয়ামী লীগের গণহত্যার দেশ স্বীকার করতে হবে, জাতির কাছে তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং যেহেতু একটি রাজনৈতিক দল হিসেবে তারা এই গণহত্যায় অংশ নিয়েছে সেহেতু সেই গণহত্যার পরিপূর্ণ বিচার হতে হবে। গণহত্যার বিচার হওয়ার আগে এই খুনি আওয়ামী লীগ সরকারকে ফেরানোর কোনো সুযোগ নাই নাই নাই। আওয়ামী লীগে ফেরানোর যে দুর্বিষহ বাংলাদেশের চলছে, আবু সাঈদ এর সহযোদ্ধারা, এই ২৪ পরবর্তী ছাত্র জনতা যতদিন বাংলাদেশে থাকবে ততদিনে আওয়ামী লীগের পুনর্বাসন কোনদিনও সম্ভব হবে না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জুলাই ও থাকবে, যদি জুলাইকে মুছে ফেলার চেষ্টা করা হয়, সে যে কোন শক্তি হোক না কেন সেই শক্তিকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের ছাত্রসমাজ সর্বদা মাঠেই আছে। এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আপনারা যে কোন চক্রান্তই করেন না কেন যদি হাসনাত আব্দুল্লাহ নাও থাকে তাহলে এই বাংলাদেশের হাজার হাজার প্রতিষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ তৈরি হয়েছে।
আরেক শিক্ষার্থী বলেন, আওয়ামী লীগের পূর্বাবাসন কোন ছাত্র-জনতা মেনে নেবে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই যারা এই গণহত্যার সাথে জড়িত, যারা ছাত্র-জনতা কে হত্যা করেছে তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করতে দেওয়া সম্পূর্ণরূপে বোকামি হবে। এই ২৪ এর জুলাই বিপ্লব, এটি যেমন তেমন বিপ্লব নয়। এটি শুধু এশিয়া মহাদেশের জন্যই নয় এটি পুরো বিশ্বের জন্য একটি আশা-আকাঙ্ক্ষা কিংবা অনুপ্রেরণার বাতিঘর। যারা ২৪ এর বিপ্লবকে ব্যত্যয় করার যে অপচেষ্টায় লিপ্ত রয়েছে, ক্যান্টনমেন্ট থেকে কিংবা রাজপথের আড়ালে, আমরা ছাত্র-জনতা এখনো ঐক্যবদ্ধ আছি; প্রয়োজনে আবারো রক্ত দিব, আমাদের জীবনের বিনিময়ে হলেও ফ্যাসিজমকে রুখে দিতে ঐক্যবদ্ধ থাকবো। যারা ফ্যাসিজমকে ধারণ করার চেষ্টা করবে কিংবা এই ফ্যাসিজম কে আশ্রয় দিবে, তাদের এই প্রচেষ্টা কখনো ছাত্র-জনতা মেনে নিতে পারে না! পারে না! পারে না।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: