ইসরাইলি হত্যাকাণ্ড ও ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবিতে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর হত্যাকাণ্ড ও ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হল চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বক্তারা বলেন, বাংলাদেশ যেভাবে ২০২৪ সালে নিজেদের স্বাধীনতার জন্য লড়াই করেছে, প্রয়োজন পড়লে ফিলিস্তিন থেকে শয়তানের অনুসারীদের বিতাড়িত করা হবে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: