• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

স্বাধীনতা দিবস উপলক্ষে ইবির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

যায়িদ বিন ফিরোজ, ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৩:৪৩, ২৩ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
স্বাধীনতা দিবস উপলক্ষে ইবির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

মহান জাতীয় স্বাধীনতা দিবস এবং গণহত্যা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। মাহে রমজানের পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উক্ত অনুষ্ঠানাদি পালন করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

রবিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের উপ পরিচালক মোঃ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণহত্যায় নিহত এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কেন্দ্রীয় মসজিদে পবিত্র কুরআনখানি, ২৫ মার্চ রাতে ১মিনিট ক্যাম্পাসে প্রতীকি ব্ল্যাক-আউট, ২৬ শে মার্চে পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, শোভাযাত্রা, স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি, জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্থাপিত ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি'সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উক্ত কর্মসূচি উপলক্ষে সকাল ৯টা ৩০ মিনিটে কুষ্টিয়া, ঝিনাইদহ এবং শৈলকুপা হতে নির্ধারিত রুটে প্রয়োজনীয় সংখ্যক বাসের ব্যবস্থাও রাখা হয়েছে অনুষ্ঠান শেষে যা ক্যাম্পাস ছেড়ে যাবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত কর্মসূচিসমূহে অংশগ্রহণের জন্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। 

 

বিভি/এআই

মন্তব্য করুন: