এসএসসি পরিক্ষার্থীদের পাশে উত্তরা পশ্চিম থানা ছাত্রদল

ঢাকা উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সভাপতি শামসুল আলম খান সোয়েবের নেতৃত্বে ছাত্রদলের নির্দেশনায় উত্তরা পশ্চিম থানা ছাত্রদল আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম, স্কেল, পানি ও বিস্কুট বিতরণ করা হয়। বুধবার (৩০ এপ্রিল) সকালে উত্তরা পশ্চিম থানা অন্তর্গত উত্তরা হাই স্কুল এন্ড কলেজের সামনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড সভাপতি প্রার্থী ছাত্রদল নেতা আকিব, মো আলামিন হোসেন, রাকিব শেখ, বেলাল হোসেন, তাহের হোসেন, রবিউল হোসেন, আশিক হোসেন, সাব্বির হোসেন প্রমুখ।
উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সভাপতি শামসুল আলম খান সোয়েব বলেন, আমরা উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নির্দেশনায় আজ এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের পাশে আছে এবং থাকবে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: