• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নর্থ সাউথের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রকাশিত: ২২:০৪, ৩০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
নর্থ সাউথের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ উপদেষ্টা আসিফ মাহমুদ

ছবি: আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া (ফাইল ফটো)

সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মাস্টার্সে ভর্তি পরীক্ষা দেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (ইএমপিজি) প্রোগ্রামে স্নাতকোত্তর করার জন্য দেওয়া ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। 

আজ বুধবার (৩০ এপ্রিল) নর্থ সাউথ ইউনিভার্সিটির ওয়েবসাইটে ওই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। তাতে নর্থ সাউথের রাষ্ট্রবিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিভাগের চেয়ার রিজওয়ান কবির এবং সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) পরিচালক এস কে তৌফিক এম হকের স্বাক্ষর রয়েছে। এই পরীক্ষায় উত্তীর্ণ ৯ জনের তালিকায় ৫ নম্বরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম আছে।

জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা হিসেবে ব্যাপক আলোচিত হন আসিফ মাহমুদ। অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পান কুমিল্লার মুরাদনগরের ছেলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

২০১৭–১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন আসিফ মাহমুদ। সেখান থেকে তিনি স্নাতক শেষ করেন। ছাত্রজীবনের শুরু থেকেই ছাত্র অধিকার পরিষদের রাজনীতিতে যুক্ত হন আসিফ মাহমুদ। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2