• NEWS PORTAL

  • বুধবার, ০৭ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সড়ক দুর্ঘটনায় হাবিপ্রবি ৭ ভর্তি পরীক্ষার্থী আহত, আইসিউতে ১ জন

মো. রাফিউল হুদা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২২:৪৯, ৫ মে ২০২৫

ফন্ট সাইজ
সড়ক দুর্ঘটনায় হাবিপ্রবি ৭ ভর্তি পরীক্ষার্থী আহত, আইসিউতে ১ জন

সড়ক দুর্ঘটনায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ৭ ভর্তি পরীক্ষার্থী আহত হয়েছেন এবং আশঙ্কাজনক অবস্থায় ১ পরীক্ষার্থীকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

সোমবার (৫ই মে) বিশ্ববিদ্যালয়ের অদূরে সন্ধ্যা সাড়ে ৬ টায় ঢাকা-দিনাজপুর মহাসড়কের ৭ মাইল নামল স্থানে বাস ও ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

আহত শিক্ষার্থীদের মধ্যে অনেকেই বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিট তথা বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন আবার অনেকেই ক্যাম্পাসের দিকে আসছিলেন। আহত ৭জন শিক্ষার্থীর পুর্ণাঙ্গ পরিচয় এখনও পাওয়া যায়নি।

আহত ৭ শিক্ষার্থীর আংশিক পরিচয়- কুড়িগ্রামের উলিপুরের বায়েজিদ, ঝিনাইদহের কালীগঞ্জের আদিবুন সাদ, সিরাজগঞ্জের ইসলামীয়া সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী হানজালা সরকার (আইসিইউতে ভর্তি), রংপুরের মহিপুরের মাসফি, জলঢাকা কৌমড়ী ইউনিয়নের পিংকি (মাথা ও পায়ে আঘাত), আরেকজন নারী শিক্ষার্থী (পায়ে সেলাই) যার পরিচয় এখনও জানা যায়নি। 

দুর্ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা বলেন, দুর্ঘটনার খবর জানার সাথেই সাথেই আমি হাসপাতালে গিয়েছি এবং আহত শিক্ষার্থীদের খোঁজ-খবর নিয়েছি। সেই সাথে হানজালা সরকার নামে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আমি আইসিইউতে ঢুকেছিলাম এবং তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের জন্য দায়িত্বরত চিকিৎসকে অনুরোধ জানিয়েছি। উনি আমাকে আশ্বস্ত করেছেন। ইতোমধ্যে যাদের হালকা ইনজুরি হয়েছিলো তারা চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।

বিভি/এসজি

মন্তব্য করুন: