• NEWS PORTAL

  • শনিবার, ১০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দুই মাসেও নেই তফসিল: গকসু আটকে আছে ‘আলোচনার ফাঁদে’

ইভা আক্তার, গণ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৪:৪২, ৮ মে ২০২৫

ফন্ট সাইজ
দুই মাসেও নেই তফসিল: গকসু আটকে আছে ‘আলোচনার ফাঁদে’

সাত বছরের প্রতীক্ষা। অবশেষে ঘোষণা এসেছিল গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের। শিক্ষার্থীদের চোখে জেগেছিল গণতন্ত্রচর্চার নতুন প্রত্যাশা। কিন্তু  নির্বাচন কমিশন গঠনের প্রায় দুই মাস পার হলেও নেই কোনো তফসিল, নেই রোডম্যাপ, নেই দৃশ্যমান প্রস্তুতির লেশমাত্র। ফলে আবারও প্রশ্ন উঠেছে—গকসু নির্বাচন কি শুধুই একটি প্রতিশ্রুতির ফানুস হয়ে হারিয়ে যাবে?

১৯৯৮ সালে প্রতিষ্ঠিত গবি দেশের একমাত্র বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেখানে কেন্দ্রীয় ছাত্র সংসদ বিদ্যমান। অথচ দীর্ঘ সাত বছর ধরে দেখা মেলেনি এই ছাত্র সংসদের নির্বাচনের। বহু বছর পর চলতি বছরে ২৩ মার্চ প্রশাসন রফিকুল আলমকে প্রধান নির্বাচন কমিশনার করে ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের ঘোষণা আসে। শিক্ষার্থীরা পায় নতুন আশ্বাস ‘গকসু ফিরবে তার যথাযথ গন্তব্যে।’ 

তবে, ঘোষণার পর কেটে গেছে প্রায় দুই মাস। এই সময়ে নির্বাচন ঘিরে কোনো কর্মপরিকল্পনা, সময়সূচি বা প্রস্তুতির চিহ্নও দেখা যায়নি। কোনো পোস্টার, কোনো প্রচারের আভাসও নেই ক্যাম্পাসে। ফলে শিক্ষার্থীদের মধ্যে দিন দিন বাড়ছে হতাশা, ক্ষোভ আর সন্দেহ—এই নির্বাচন আদৌ হবে তো? নাকি পূর্ববর্তী অনেক প্রতিশ্রুতির মতোই রয়ে যাবে অমলিন আশ্বাস?

অন্যদিকে, প্রতিবেশী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যেই জাকসু (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। সেখানকার ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, ছাত্ররাজনীতি নিয়ে চলছে ব্যাপক আলোচনাও। আর গবির ক্যাম্পাস যেন এক শূন্যতা, এক বিষণ্ণ প্রতীক্ষা।

প্রশাসনের ধীরগতি নিয়ে গবির রাজনীতি প্রশাসন বিভাগের শিক্ষার্থী নাহিদা আক্তার নূরী বলেন, ‘আমাদের প্রশাসন কেবল শুরুটা করে। এরপর নানা অজুহাত আর ধীরগতির কারণে বিষয়গুলো থেমে থাকে। গকসু নির্বাচনও কি সেই একই ভাগ্য বরণ করতে যাচ্ছে? শিক্ষার্থীদের উচিত এখনই সোচ্চার হওয়া, সময়ক্ষেপণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।’

ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী মাজেদ সালাফি বলেন, ‘ছাত্র নেতৃত্ব তৈরির জন্যই গকসু। অথচ এখানেও প্রশাসনিক জটিলতার ছায়া। অন্য বিশ্ববিদ্যালয়গুলো যেখানে নির্বাচনী প্রক্রিয়ায় আগাচ্ছে, সেখানে আমাদের পিছিয়ে থাকা হতাশাজনক। সকল প্রহসন ঝেড়ে নির্বাচন উৎসবের পরিবেশে আয়োজন করাই এখন জরুরি।’

নির্বাচনের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুললে প্রধান নির্বাচন কমিশনার রফিকুল আলম বলেন, নির্বাচন অবশ্যই হবে, তবে কিছুটা সময় লাগবে। ভোটার তালিকা, রোডম্যাপ, তফসিল, সংশোধন-বিয়োজন—এসব নিয়ে আলোচনা চলছে। জাতীয় কিছু বিষয়ও আছে যেগুলো বিবেচনায় আনতে হচ্ছে। তবে এসব আলোচনা যে কত দীর্ঘ হবে, তার কোনো নির্দিষ্ট সময়সীমা তিনি জানাননি।
 

বিভি/এসজি

মন্তব্য করুন: