• NEWS PORTAL

  • শনিবার, ১০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে রোকেয়া হলে ফ্রী মেডিকেল ক‍্যাম্প

প্রকাশিত: ১৭:৩০, ১০ মে ২০২৫

ফন্ট সাইজ
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে রোকেয়া হলে ফ্রী মেডিকেল ক‍্যাম্প

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে চলছে ফ্রী মেডিকেল ক‍্যাম্প ও স্বাস্হ‍্য পরীক্ষা-নিরীক্ষা ক‍্যাম্প। ঢাবির কবি জসীমউদ্দীন হল ছাত্রদল প্রচার সম্পাদক ও কমল মেডিএইড,ঢাবি’র প্রতিষ্ঠাতা তানভীর বারী হামিমের সভাপতিত্বে শনিবার প্রো-ভিসি(প্রশাসন) ড. সায়মা হক বিদিশা ও প্রক্টর সাইফুদ্দীন আহমেদ মেডিকেল ক‍্যাম্পটির উদ্বোধন করেন। 

এ সময়ে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঢাকা বিশ্ববিদ‍্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাংগঠনিক সম্পাদক নূর আলম ভুঁইয়া ইমন। মেডিকেল ক‍্যাম্পে ৮টি বিষয়ের অভিজ্ঞ চিকিৎসকগণ নাক-কান-গলা,চর্ম,গাইনী, মেডিসিন,চক্ষু ,দন্তরোগ সহ বিভিন্ন সেবা প্রদান করেছেন। এছাড়াও ক‍্যাম্পটিতে রক্ত গ্রুপিং,ব্লাড প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা সেবা দেয়া হচ্ছে। 

মেডিকেল ক‍্যাম্পটির উদ্বোধন করেন ড. সায়মা হক বিদিশা ও সাইফুদ্দীন আহমেদ

ঢাবি ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী কমল মেডিএইড,ঢাবি’র প্রতিষ্ঠাতা তানভীর বারী হামিম জানান- “আজ রোকেয়া হলে শুরু হয়েছে,য থাক্রমে মেয়েদের বাকি ৪টি হলে মেডিকেল ক‍্যাম্প আয়োজন করা হবে। বিশ্ববিদ‍্যালয় প্রসাশন আন্তরিকভাবে অনুপ্রেরণা জোগাচ্ছে যা প্রশংসনীয়।”

ক্যাম্পে শিক্ষার্থীদের অভিজ্ঞ চিকিৎসক দিয়ে ফ্রি টেলিমেডিসিন সেবা, অসুস্হবোধ করা শিক্ষার্থীরা যোগাযোগ করলে বিনা ডেলিভারী চার্জে হলে মেডিসিন পৌছে দিচ্ছে। এছাড়া কমল মেডিএইড ঢাবি শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ, সোশাল সায়েন্স গার্লস কমনরুম ও কলা অনুষদের গার্লস কমনরুমে মেয়েদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিতকরণে সেনিটারী ভেন্ডিং মেশিন স্হাপন এবং প্যাড প্রতি ৩৩ শতাংশ খরচ বহণ, ঢাবি ক্যাম্পাসের নিয়মিত শিক্ষার্থীদের নিয়ে আল কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা, ১৩টি হল নিয়ে আন্তঃহল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট, ঈদের দিন হলে যেসকল শিক্ষার্থীরা অবস্হান করেছেন তাদের খাবার ব্যবস্হা করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে ও দেশীয় সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতে "ঢাবি কালচারাল ইয়াং স্টার্স" আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

বিভি/এজেড

মন্তব্য করুন: