• NEWS PORTAL

  • বুধবার, ১৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশি বাধা, ঢামেকে ২৫ জবি শিক্ষার্থী

প্রকাশিত: ১৫:৩৯, ১৪ মে ২০২৫

আপডেট: ১৭:৩৩, ১৪ মে ২০২৫

ফন্ট সাইজ
‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশি বাধা, ঢামেকে ২৫ জবি শিক্ষার্থী

‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশি বাধা (ছবি সংগৃহীত)

৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেট বৃদ্ধি ও সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে পুলিশ। এ ছাড়াও লাঠিচার্জ ও জলকামানে প্রায় ৫০ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের ২৫ শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা নিচ্ছেন। 

বুধবার (১৪ মে) দুপুরে আহত অবস্থায় হাসপাতালে আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এসব শিক্ষার্থী। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আহত শিক্ষার্থীরা হলেন, রেদোয়ান (২৪), আসিফ (২০), রহমান (২২), শাকিব (২১), আরিফ (২২), রফিক (২৫), শফিক (২৪), ওমর ফারুক জীলন (২৪), মুজাহিদ বাপ্পী (২৪), মো. জিহাদ (২১), নাহিদ হাসান (২৩), মীর মো. রায়হান (২৩), জিহাদ (২১), আবু বক্কার (২১), নিউটন ইসলাম রিপন (২০), ফারুক হোসেন (২৩) ও দ্বিন মোহম্মদ (২৩)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

হাসপাতালে আসা আহত শিক্ষার্থীরা জানায়, জবি থেকে মিছিল নিয়ে তারা কাকরাইল এলাকায় পৌঁছালে সেখানে পুলিশের বাধার সম্মুখীন হন। ওই সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, প্রায় ২৫ শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে এসেছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2