স্কুল-কলেজ খোলা থাকবে ঈদের আগের দুই শনিবার, মাউশির আদেশ জারি

ছবি: সংগৃহীত
আগামী ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে দেশের সব স্কুল-কলেজ এবং অফিস খোলা থাকবে জানিয়ে অফিস আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বুধবার (১৪ মে) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে জানা গেছে এ তথ্য।
অফিস আদেশের কপি মাউশির অঞ্চলের পরিচালক, আঞ্চলিক উপপরিচালক এবং জেলা শিক্ষা অফিসার, সব প্রধান শিক্ষক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ১০ ও ১১ জুন সরকারি ছুটি। দাপ্তরিক কাজের স্বার্থে আগামী ১৭ ও ২৪ মে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে গত (৯মে) আসন্ন ঈদুল আজহার আগে সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও দেশের সব মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় ১৭ ও ২৪ মে (শনিবার) খোলা রাখার নির্দেশনা দিয়ে চিঠি জারি করেছিলো শিক্ষা মন্ত্রণালয়।
বিভি/এআই
মন্তব্য করুন: