ঢাবির শহীদুল্লাহ্ হলে মানসিক স্বাস্থ্য মেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলে মানসিক স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) এই মেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। হলের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগিতায় এই মেলা আয়োজন করা হয়।
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. শাহানূর হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে হলের আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধির উপর তিনি গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলে শিক্ষার্থীদের জন্য নিয়মিত মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু রয়েছে। এর ধারাবাহিকতায় এই মেলা আজ (সোমবার) দুপুর ২টায় শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে।
বিভি/এসজি
মন্তব্য করুন: