প্রতি মুহূর্তে জুলাইকে বিক্রি করে নিজেদের এস্টাবলিশ করেছে: ফাইয়াজ

জুলাই গণঅভ্যুত্থানের কারানির্যাতিত ঢাকা কলেজের তরুণ শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজ বলেন, প্রতি মূহুর্তে জুলাইকে বিক্রি করে নিজেদেরকে এস্টাবলিশ যারা করেছে, সেই তথাকথিত মাস্টারমাইন্ডের আহ্বানে বিপ্লবকে ধারণ করা ব্যক্তিরা ঐক্যবদ্ধ হবেনা। বৃহস্পতিবার (২২মে) রাত আটটার দিকে নিজের ফেইসবুক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
ফেইসবুক পোস্টে হাসনাতুল ইসলাম ফাইয়াজ বলেন, ইসলামপন্থীদের পাকিস্তানপন্থী ট্যাগ দিয়ে যে ন্যারেটিভ বিল্ড আপ করে জাতিকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে, প্রতি মূহুর্তে জুলাইকে বিক্রি করে নিজেদেরকে এস্টাবলিশ যারা করেছে, সেই তথাকথিত মাস্টারমাইন্ডের আহ্বানে বিপ্লবকে ধারণ করা ব্যক্তিরা ঐক্যবদ্ধ হবেনা।
যাদের আহ্বানে সেদিন ফ্যাসিস্ট নিষিদ্ধের দাবিতে শাহবাগে যাওয়ার পরেও এই ন্যারেটিভের প্রতিবাদ আসেনি, তাদের ডাকেও হবেনা।
তিনি আরো বলেন, ইসলাম এবং বাংলাদেশকে মুখোমুখি না করে একত্রে ধারণ করা এবং দেশের সংকটময় পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা বিপ্লবকে সত্যিকার অর্থে ধারণ করছে তাদের আহ্বানে ঐক্যবদ্ধ হতে বাংলাদেশের সচেতন ছাত্র-জনতা বদ্ধপরিকর।
বিভি/এসজি
মন্তব্য করুন: