• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনের ৩০ নেতকর্মীর ছাত্রদলে যোগদান

প্রকাশিত: ১২:১২, ২২ মে ২০২৫

ফন্ট সাইজ
বৈষম্যবিরোধী আন্দোলনের ৩০ নেতকর্মীর ছাত্রদলে যোগদান

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মো. মাশরাফী মর্তুজার নেতৃত্বে প্রায় ৩০ জন নেতাকর্মী ছাত্রদলে যোগ দিয়েছেন। বুধবার রাতে কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মীসভায় ছাত্রদলে যোগদান করেন তারা।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে ছাত্রদলে যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহ সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজীব ও আব্দুর রহিম রনিসহ জেলা ছাত্রদলের অন্যান্য নেতারা।

ছাত্রদলে যোগ দেওয়া নিয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মাশরাফী মর্তুজা গণমাধ্যমকে বলেন, জুলাই আগস্টের অভ্যুত্থানে অবদানকে স্বীকৃতি দিয়ে আমাকে বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদ দেওয়া হয়। আমি আমার অনুসারীদের নিয়ে পদত্যাগ করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলে যোগ দিলাম।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2