• NEWS PORTAL

  • শনিবার, ২৪ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাবি’র বিভিন্ন স্থাপনা থেকে শেখ পরিবারের নাম অপসারণ 

সৈয়দ সাকিব, রাজশাহী বিশ্ববিদ্যালয় 

প্রকাশিত: ১৫:৪২, ২৩ মে ২০২৫

ফন্ট সাইজ
রাবি’র বিভিন্ন স্থাপনা থেকে শেখ পরিবারের নাম অপসারণ 

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে থাকা আবাসিক হল ও অ্যাকাডেমিক ভবনসহ বিভিন্ন স্থাপনায় শেখ পরিবারের নাম অপসারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ মে) অনুষ্ঠিত সিন্ডিকেট-এর ৫৩৯তম সভায় স্থাপনাগুলোর পুনঃনামকরণ করা হয়।

সিন্ডিকেট সভা সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিজয় ২৪ হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জুলাই ৩৬ হল, শেখ কামাল স্টেডিয়ামের পরিবর্তে রাবি স্টেডিয়াম, ড. ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবনের পরিবর্তে জামাল নজরুল ভবন, শেখ রাসেল স্কুলের পরিবর্তে রাবি মডেল স্কুল রাখা হয়েছে।

নাম পরিবর্তন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন এবং কুদরাত-এ-খুদা অ্যাকাডেমিক ভবনের। পূর্বের নাম পরিবর্তন করে ভবনগুলোর নাম দেওয়া হয়েছে যথাক্রমে প্রশাসন ভবন- ১, প্রশাসন ভবন-২, সিনেট ভবন এবং জাবির ইবনে হাইয়ান ভবন।

তবে এসবের মধ্যে বিশ্ববিদ্যালয়ের দুটি বহুল প্রচলিত গেইটের নামও পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের বিনোদপুর গেটের নাম দেওয়া হয়েছে শহীদ আলী রায়হান গেট। অন্যদিকে কাজলা গেটের পুনঃনামকরণ করে রাখা হয়েছে শহীদ সাকিব আঞ্জুম গেট।

এর আগে বিশ্ববিদ্যালয়ের স্থাপনাগুলোর নাম পরিবর্তনের বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীনকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করে প্রশাসন।

রাবি ক্যাম্পাসে বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন প্রসঙ্গে অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, ভবনগুলোর নাম পরিবর্তনের জন্য আমাদের কাছে সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশনা ছিল। সে অনুযায়ী সিন্ডিকেট সভায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্মাণাধীন নতুন দুইটি হলের বাজেট এবং প্রক্রিয়াধীন কিছু জটিলতার জন্য এই মুহূর্তে নাম পরিবর্তন করা হয়নি। নির্মাণ কার্য শেষ হলে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবো।

মেয়েদের হলের নাম ‘জুলাই ৩৬’ রাখা প্রসঙ্গে রাবির এ উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, জুলাই বিপ্লবে আমাদের মেয়েদের অনেক বড় অবদান ছিল। তাদের অবদানকে সম্মান জানিয়ে একটা ছেলেদের এবং একটা মেয়েদের হলের নাম পরিবর্তন করা হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: