মাভাবিপ্রবিতে জাতীয় বিতর্ক উৎসব শুরু

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪র্থ আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক উৎসব-২০২৫। বৃহস্পতিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় অ্যাকাডেমিক ভবনের সেমিনার কক্ষে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়।
‘চিন্তা ও চেতনার দ্বার উন্মোচিত হোক মুক্তির ছন্দে’ স্লোগানে অনুষ্ঠিত এ বিতর্ক উৎসবে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজম আখন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তাসহ শিক্ষার্থীরা।
আয়োজক সংগঠন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (এমবিএসডিএস) জানিয়েছে, ২৩ ও ২৪ মে অনুষ্ঠিতব্য এ উৎসবে অংশ নিচ্ছে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর বিতার্কিক দল।
বিভি/এসজি
মন্তব্য করুন: