• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা মঙ্গলবার

প্রকাশিত: ২১:৫৭, ২৮ জুলাই ২০২৫

আপডেট: ০০:০৯, ২৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন ঠিক করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৪টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসুর তফসিল ঘোষণা করা হবে।

সোমবার (২৮ জুলাই) ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল রুমে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানায় নির্বাচন কমিশন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীরা ভোটার বা প্রার্থী হতে পারবে না, ভোটার তালিকায় ছবি ও কিউআর কোড থাকবে, গুজব রোধে কমিটি গঠন করা হবে, তফসিল ঘোষণার ৪৫ দিনের মধ্যে নির্বাচন আয়োজন এবং ভোটদান সংক্রান্ত টিউটোরিয়াল ভিডিও প্রকাশ ইত্যাদি।

এছাড়াও ডাকসু নির্বাচন কমিশন ভোটকেন্দ্র ৬ জায়গায় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো হলের বাইরেও থাকবে ভোটকেন্দ্র।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: