• NEWS PORTAL

  • রবিবার, ১৭ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বুটেক্সে সংস্কারকৃত ওয়েট প্রসেস ল্যাবের উদ্বোধন

রাতুল সাহা, বুটেক্স 

প্রকাশিত: ২৩:৩৫, ১৪ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
বুটেক্সে সংস্কারকৃত ওয়েট প্রসেস ল্যাবের উদ্বোধন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের(বুটেক্স) ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সংস্কারকৃত ল্যাবের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৪ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের উদ্বোধনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান উদযাপিত হয়। 

ল্যাবটির স্থান অপরিবর্তিত রেখে পুরোনো ও অকেজো মেশিন অপসারণ করে সেখানে আধুনিক ও উন্নতমানের নতুন মেশিন স্থাপন করা হয়েছে। পাশাপাশি ল্যাবের বৈদ্যুতিক সংযোগ মেরামত ও হালনাগাদ করা হয়েছে। শিক্ষক ও কর্মকর্তাদের জন্য আলাদা রুমেরও ব্যবস্থা করা হয়েছে। সংস্কারের আগে ল্যাব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পর্যাপ্ত সুযোগ না থাকলেও এখন নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার ব্যবস্থা করা হয়েছে।

বুটেক্সের উপাচার্য ড. মো. জুলহাস উদ্দিন বলেন, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সকল শিক্ষক ও কর্মকর্তাদের ধন্যবাদ জানাই এই কাজটি সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার জন্য। এই সংস্কার ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের পুনর্জন্ম। কারণ ৭০ বছর আগে এই ল্যাবটা তৈরি করা হয়েছিলো যা ২০২৫ সালে এসে সংস্কার করা হলো। এই ল্যাবটি ওয়েট প্রসেস বিভাগ দ্বারা পরিচালিত হলেও এটির সুযোগ-সুবিধা বিশ্ববিদ্যালয়ের সকলের জন্য প্রযোজ্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের গুরুত্বপূর্ণ গবেষণার কাজগুলো এখানে সম্পন্ন করতে পারবেন। এই ল্যাবের আরও ৫০ কোটি টাকার মেশিন বসানো হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সকল ল্যাবের সংস্কারের কাজ পর্যায়ক্রমে শুরু করা হবে। 

পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ মামুন কবির বলেন,  বুটেক্সের ওয়েট প্রসেস ল্যাব দীর্ঘ প্রতীক্ষার পর পেয়েছে আধুনিকীকরণের ছোঁয়া। পুরোনো অকেজো মেশিন অপসারণ করে স্থাপন করা হয়েছে আন্তর্জাতিক মানের সর্বাধুনিক প্রি-ট্রিটমেন্ট, ডায়িং, প্রিন্টিং, ফিনিশিং ও অ্যান্টি-মাইক্রোবিয়াল মেশিন, যা শিক্ষার্থীদের হাতে-কলমে কাজ শেখার সুযোগ করে দেবে। নতুন যন্ত্রপাতির মাধ্যমে শিক্ষার্থীরা শিল্পপ্রযুক্তির সাথে সরাসরি পরিচিত হওয়ার পাশাপাশি, ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত আধুনিক মেশিনে কাজ করে বাস্তব শিল্প অভিজ্ঞতা অর্জন করতে পারবে। হালনাগাদ পাঠ্যক্রমের সাথে সামঞ্জস্য রেখে এই ল্যাবে শিক্ষার্থীরা তত্ত্ব ও প্রয়োগের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারবে।

ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ল্যাবে আধুনিক যন্ত্রপাতি ও সঠিক সরঞ্জামের অভাবে আমরা নানা সমস্যার সম্মুখীন হয়েছি। এই সংস্কার ও নবায়ন সত্যিই আমাদের জন্য এক আনন্দের সংবাদ। আধুনিক যন্ত্রপাতি, উন্নত সুবিধা ও নতুন পরিবেশ আমাদেরকে আরও দক্ষভাবে শেখার সুযোগ করে দেবে। এর মাধ্যমে আমরা শুধু পাঠ্যক্রমের ব্যবহারিক কাজেই নয়, বরং নতুন নতুন গবেষণা, উদ্ভাবন এবং সৃজনশীল কাজে অংশ নিতে পারবো।

এই উদ্যোগকে শিক্ষার্থীরা স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। আন্তর্জাতিক মানের যন্ত্রপাতি কেবল ব্যবহারিক দক্ষতাই বৃদ্ধি করবে না বরং উদ্ভাবন, গবেষণা ও পেশাগত আত্মবিশ্বাসও দৃঢ় করবে বলে আশাবাদী শিক্ষার্থীরা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2