• NEWS PORTAL

  • রবিবার, ১৭ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঢাবিতে ‘কালচারাল ফ্যাসিস্টদের’ ছবিতে জুতা নিক্ষেপ 

প্রকাশিত: ১৮:৪৭, ১৬ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:৫৫, ১৬ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ঢাবিতে ‘কালচারাল ফ্যাসিস্টদের’ ছবিতে জুতা নিক্ষেপ 

ছবি: সংগৃহীত

১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় কয়েকজন খ্যাতিমান শিল্পী ও গণমাধ্যম ব্যক্তিত্বকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তাদের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ একদল ছাত্র-জনতা।

শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে এবং পরে টিএসসির ঘৃণা চত্বরে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি। 

কর্মসূচিতে বিক্ষুব্ধ জনতা টিভি তারকা, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিদের নাম ধরে নানা স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগানে শোনা যায়- ‘জয়া আহসানের গালে গালে, জুতা মারো তালে তালে, চঞ্চলের দুই গালে, জুতা মারো তালে তালে, সাকিব খানের গালে গালে, জুতা মারো তালে তালে।’

ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সামিউল হক গণমাধ্যমকে বলেন, ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছর শুধু রাজনৈতিক ও অর্থনৈতিক ফ্যাসিজম নয়, সাংস্কৃতিক ফ্যাসিজমও কায়েম করেছিলো। মুজিববাদী ও বাকশালী চেতনার ভিত্তিতে তারা সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করেছে। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আমরা একটি ফ্যাসিজমমুক্ত বাংলাদেশ পেয়েছি। অথচ কিছু সাংস্কৃতিক ব্যক্তিবর্গ আবারও সেই বাকশালী কালচারাল ফ্যাসিজম ফিরিয়ে আনার চেষ্টা করছে।  তাদের বিরুদ্ধেই আজকের এই কর্মসূচি।

কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র-জনতা আরও বলেন, শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ কায়েম করেছে। এখনো কিছু কালচারাল ফ্যাসিস্ট সেই মুজিববাদ ফিরিয়ে আনার চেষ্টা করছে। জুলাই অভ্যুত্থানের পর দেশে আর কোনো মুজিববাদ প্রতিষ্ঠার চেষ্টা আমরা বরদাশত করবো না। কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করা হবে।

জুতা নিক্ষেপ কর্মসূচির পোস্টারে ও স্লোগানে যাদের নাম উল্লেখ করা হয় তাদের মধ্যে রয়েছেন- ক্রিকেটার সাকিব আল হাসান, গায়ক লিঙ্কন (আর্টসেল), রাহুল আনন্দ, অভিনেতা সিয়াম (এসপি ক্রিয়েশন), জাহের আলভি, অরুণা বিশ্বাস, সুমন আনোয়ার, নাজিফা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, সুনেরাহ বিনতে কামাল, ফারাবি হাফিজ, পিয়া জান্নাতুল, আরস খান, খাইরুল বাসার, ইরফান সাজ্জাদ, চিত্রনায়ক সাকিব খান, স্বাধীন, পারসা মেহেজাবিন, কচি খন্দকার, মেহের আফরোজ শাওন এবং আব্দুন নূর তুষার প্রমুখ।

কর্মসূচি থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সাংস্কৃতিক ফ্যাসিজমের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেয়। এছাড়া ‘কালচারাল ফ্যাসিস্টদের’ বয়কটের ডাক দেওয়া হয়।

 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2