খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে অসহায়-পথশিশুদের খাবার বিতরণ

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় মানুষ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা আল সাইমুম আহাদের আয়োজনে শহরের বিভিন্ন স্থানে খাবার বিতরণ করা হয়।
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, ভোটাধিকার ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন। তার জন্মদিনে আমরা সবসময় প্রার্থনা করি, তিনি সুস্থ থাকুন ও দীর্ঘায়ু হোন। তিনি আমাদের অনুপ্রেরণা, সাহস ও শক্তির উৎস। তার আদর্শ ধারণ করেই আমরা শিক্ষাঙ্গনে, রাজপথে ও মানুষের কল্যাণে কাজ করে যাবো।’
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হলো খালেদা জিয়ার আদর্শকে ধারণ করার প্রকৃত উপায়। সেই লক্ষ্য নিয়েই আজকে আমরা এই খাবার বিতরণের আয়োজন করেছি। ভবিষ্যতেও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাবে।’
বিভি/এআই
মন্তব্য করুন: