বেরোবি শিক্ষার্থীদের আমরণ অনশনে এবার উপাচার্য ও রেজিস্ট্রার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রসংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে নামা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী ও রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদও খাবার গ্রহণ বন্ধ রেখেছেন।
সোমবার (১৮ আগস্ট) দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচিতে গিয়ে তারা এই সংহতি প্রকাশ করেন।
এর আগে রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর গেটে অনশন শুরু করেন শিক্ষার্থীরা।
খাবার গ্রহণ থেকে বিরত থাকার বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, ‘শিক্ষার্থীরা যেখানে না খেয়ে আছে, আমি সেখানে কীভাবে খাবার খাই।’
রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ বলেন, ‘আমরা বারবার বলেছি অনশন ভেঙে অবস্থান কর্মসূচি করতে। কিন্তু তারা রাজি হয়নি। তাদের এ অবস্থায় রেখে আমাদের খাওয়া সম্ভব নয়।’
দিকে ছাত্রসংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে চলমান অনশন কর্মসূচির দ্বিতীয় দিনে অসুস্থ হয়ে পড়েছেন পাঁচ শিক্ষার্থী। তারা হলেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাহিদ ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুম্মানুল ইসলাম রাজ, গণিত বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নয়ন হোসেন। এর মধ্যে জাহিদুল ও মাহিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিভি/টিটি
মন্তব্য করুন: