• NEWS PORTAL

  • বুধবার, ২০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ডাকসুর মনোনয়নপত্র সংগ্রহে বাধার অভিযোগ, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ২২:০৮, ১৮ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ডাকসুর মনোনয়নপত্র সংগ্রহে বাধার অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদে ‘মব’ সৃষ্টি করে নেতা–কর্মীদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এই অভিযোগ তদন্তে আবার চার সদস্যের কমিটিও গঠন করেছে ঢাবি প্রশাসন।

সোমবার (১৮ আগস্ট) ছিল ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষদিন। এদিন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মালিহা বিনতে খান বলেন, ‘আমি কয়েকজন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে বেলা ৩টা ৫৫ মিনিটের দিকে হলে যাই। সাধারণ শিক্ষার্থী নামধারী কিছু শিক্ষার্থী এসে আমাদের বাধা দেয়। পরে হল প্রশাসনকে জানালেও তারা আমাদের কথা শোনেনি। শিক্ষার্থীরা মব সৃষ্টি করে আমাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে দেয়নি। গায়ে হাত তোলার চেষ্টা করে। আমরা এই ঘটনার বিচার চাই।’ 

ফজিলাতুন্নেছা মুজিব হলের ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে ডাকসু ও হল সংসদের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

এদিকে এই ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ঢাবির রেজিস্ট্রার অফিস। এক বিজ্ঞপ্তিতা তারা জানায়, মনোনয়ন পত্র বিতরণের শেষ মুহূর্তে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে প্রকৃত ঘটনা যাচাই, মূল্যায়ন ও সুপারিশ প্রদানের জন্য তদন্ত কমিটি গঠন করা হলো।

চার সদস্যের ওই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. রবিউল ইসলামকে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, সহকারী প্রক্টর ড. এ কে এম নূর আলম সিদ্দিকী ও আতিয়া সানজিদা শর্মী।

উপরের তদন্ত কমিটিকে ১৯ আগস্ট মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে জরুরি ভিত্তিতে সুপারিশ প্রদান করার জন্য অনুরোধ করেছেন চীফ রিটার্নিং অফিসার।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2