জাকসু নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ ৩২৮ প্রার্থীর, শেষ সময় ২১ আগস্ট

দ্বিতীয় দিন শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩২৮ জন প্রার্থী। নির্বাচনী তফসিল অনুযায়ী আজ মনোনয়ন সংগ্রহ ও জমাদানের শেষ সময় হলেও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সময়সীমা বাড়িয়ে আগামী ২১ আগস্ট করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল ৫টায় জাকসু নির্বাচন কমিশনের নিয়মিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এসব তথ্য জানান।
তিনি জানান, দ্বিতীয় দিনে কেন্দ্রীয় সংসদের জন্য ৪০ জন ও হল সংসদের জন্য ১৫৫ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এ নিয়ে দুইদিনে কেন্দ্রীয় সংসদের জন্য ৮৭ জন ও হল সংসদের জন্য ২৪১ জন মনোনয়ন ফরম নিয়েছেন। আর জমা দিয়েছেন সর্বমোট ৪ জন।
এর আগে, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে ৩০০ টাকা মূল্যের ফরম সংগ্রহ করেন শিক্ষার্থীরা। এছাড়া ২১টি আবাসিক হলে সংশ্লিষ্ঠ হলের মনোনয়ন ফরম বিতরণ করা হয়।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: