• NEWS PORTAL

  • শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ফ্রি মেডিকেল ক্যাম্প দিয়ে ববিতে ছাত্রী সংস্থার কার্যক্রম শুরু

নূর ইসলাম নিয়ন, বরিশাল বিশ্ববিদ্যালয় 

প্রকাশিত: ১৯:৫০, ২১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ফ্রি মেডিকেল ক্যাম্প দিয়ে ববিতে ছাত্রী সংস্থার কার্যক্রম শুরু

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার শাখার আত্মপ্রকাশ ঘটেছে। প্রতিষ্ঠার এক যুগ পরে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সংগঠনটির কার্যক্রম শুরু হলো।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে একটি অস্থায়ী বুথে নারী শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসেবা কার্যক্রম চলে।

এই ক্যাম্পে বিনা মূল্যে দেওয়া হয়—রক্তচাপ ও ব্লাড সুগার পরীক্ষা, বিএমআই (উচ্চতা ও ওজন) পরিমাপ, ব্লাড গ্রুপ নির্ণয়, গাইনি-সংক্রান্ত পরামর্শ, হরমোন সমস্যা, অনিয়মিত মাসিক, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি, ইমার্জেন্সি পিলের সঠিক তথ্য এবং মানসিক স্বাস্থ্যবিষয়ক কাউন্সেলিং। এছাড়া অংশগ্রহণকারীদের ফ্রি ওষুধও দেওয়া হয়।

দিনভর শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দেন ডা. ফরিদা বেগম, ডা. সানজিদা ইসলাম ও ডা. মিতানূর রহমান।

শিক্ষার্থী লিজা আক্তার বলেন, “অন্যান্য সংগঠনের মতো বিব্রতকর কিছু না করে ছাত্রী সংস্থা স্বাস্থ্যসেবার মতো কাজ দিয়ে তাদের কার্যক্রম শুরু করেছে। আমরা চাই, ভবিষ্যতেও তাদের এমন উদ্যোগ অব্যাহত থাকুক।”

আরেক শিক্ষার্থী সাইমা চৈতী বলেন, “এটি মেয়েদের জন্য বিশেষ সেবা। অনেক সময় মেডিকেলে যেতে অসুবিধা হয়। কিন্তু ক্যাম্পাসেই এই সেবা পেয়ে আমরা খুশি। আমি সুগার, ওজন আর ব্লাড প্রেসার পরীক্ষা করিয়েছি।”

ক্যাম্পে সেবা দেওয়া ডাক্তার মিতানূর রহমান বলেন, “এটি নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।আমি এখানে সেবা দিতে পেরে আনন্দিত ।অসংখ্য শিক্ষার্থী তাদের সমস্যার কথা জানিয়েছেন, আমরা চিকিৎসা ও ওষুধ দেওয়ার চেষ্টা করেছি। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এমন আয়োজন হওয়া উচিত।”

ছাত্রী সংস্থার ববি শাখার সেক্রেটারি জাকিয়া শারমিন বলেন, “আজকের এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হলো। আগেও বিভিন্ন সামাজিক সংগঠনের ব‍্যনারে শিক্ষার্থীদের পাশে ছিলাম। এবার প্রকাশ্যে কাজ শুরু করেছি। আমরা আশার চেয়েও বেশি সাড়া পেয়েছি। মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরাও আমাদের এই সেবা গ্রহণ করেছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2