• NEWS PORTAL

  • শনিবার, ২৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ডাকসু নির্বাচন: ৪৬২ মনোনয়নপত্র বৈধ, স্থগিত ৪৭

প্রকাশিত: ০১:১৪, ২২ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ডাকসু নির্বাচন: ৪৬২ মনোনয়নপত্র বৈধ, স্থগিত ৪৭

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জমা দেওয়া মনোনয়নপত্রের প্রাথমিক ধাপের যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে ৪৬২টি বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। জমা দেওয়া হয়েছিল ৫০৯টি মনোনয়নপত্র। বৈধের মধ্যে ছাত্র ৪০২ জন ও ছাত্রী রয়েছেন ৬০ জন। ত্রুটিপূর্ণ মনোনয়নপত্রের সংখ্যা ৪৭টি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৩ আগস্ট পর্যন্ত আপিল করতে পারবেন বাদ পড়া প্রার্থীরা। ২৫ তারিখ চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ আগস্ট থেকে আগামী ২৫ আগস্ট পর্যন্ত হল কিংবা ক্যাম্পাসে প্রচারণা চালাতে পারবে না কেউ। প্রচারণা শুরু হবে আগামী ২৬ তারিখ থেকে। উল্লিখিত সময়ের মধ্যে প্রচারণা চালালে এটি নির্বাচনের আচরণবিধি ভঙ্গ হিসেবে বিবেচিত হবে। সেইসাথে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রার্থিতার পরিসংখ্যান অনুযায়ী ভিপি পদে ছাত্র প্রার্থী ৪৩ জন, ছাত্রী ৫ জন; জিএএস পদে ছাত্র ১৮ জন, ছাত্রী ১ জন; এজিএস পদে ছাত্র ২৪ জন, ছাত্রী ৪ জন; মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলন সম্পাদক পদে ছাত্র ১৪, ছাত্রী ১; বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ছাত্র ১০ জন, ছাত্রী ১ জন ; ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ছাত্র ৭ জন, ছাত্রী ২ জন; সমাজসেবা সম্পাদক পদে ছাত্র ১৩ জন, ছাত্রী নেই; মানবাধিকার ও আইন সম্পাদক পদে ছাত্র ৮, ছাত্রী ৩ জন ; স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ছাত্র ১২, ছাত্রী ৩; ছাত্র পরিবহন সম্পাদক পদে ছাত্র ৯ জন, ছাত্রী নেই;  ক্রীড়া সম্পাদক পদে ছাত্র ১২ জন, ছাত্রী ১ জন; গবেষণা ও প্রকাশনা সম্পাদক ছাত্র ৭, ছাত্রী ৪; কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ছাত্র ২, ছাত্রী ৯; আন্তর্জাতিক সম্পাদক পদে ছাত্র ১৫ জন, ছাত্রী নেই; সাহিত্য সম্পাদক ছাত্র ১৭, ছাত্রী ২; সদস্য পদে ছাত্র ১৯১ জন, ছাত্রী ২৪ জন, মোট ২১৫ জন।

অর্থাৎ ডাকসু নির্বাচনে বৈধ প্রাথমিক প্রার্থী হিসেবে ছাত্র মোট ৪০২ জন, ছাত্রী ৬০ জন। 

এ ছাড়া নির্বাচন কমিশন জানায়, ১৮টি হল সংসদে বৈধ প্রার্থী ১ হাজার ১০৮ জন, স্থগিত ১ জন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2