• NEWS PORTAL

  • শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জাকসুতে একমাত্র বিদেশি প্রার্থী আবিদ খান

সাইফুল আহসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 

প্রকাশিত: ১৫:৫৭, ২৪ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:৫৮, ২৪ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
জাকসুতে একমাত্র বিদেশি প্রার্থী আবিদ খান

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে এবার প্রথমবারের মতো একমাত্র বিদেশি শিক্ষার্থী হিসেবে প্রার্থী হয়েছেন মো. আবিদ খান। তিনি সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আবিদ খান বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এবং নেপালের নাগরিক। নেপালেই তার জন্ম ও প্রাথমিক শিক্ষা। শ্রী বেঙ্গ শা উচ্চ মাধ্যমিক স্কুল থেকে মাধ্যমিক এবং ন্যাশনাল ইনফোটেক কলেজ, বিরগুঞ্জ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

পড়াশোনার পাশাপাশি তিনি বিভিন্ন সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। বর্তমানে বাংলাদেশ ফার্মেসি সমিতি (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা)-এর কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে সংগঠনটির নানা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।

বাংলাদেশের সংস্কৃতি ও ভাষার প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে আবিদ খান বলেন, শুধু পড়াশোনা নয়, বাংলা ভাষা ও এদেশের সংস্কৃতিকেও আমি গভীরভাবে হৃদয়ঙ্গম করেছি। এটি আমার জন্য সত্যিই বিশেষ এক অভিজ্ঞতা। একজন বিদেশি শিক্ষার্থী হিসেবে জাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারা আমার কাছে অত্যন্ত সম্মানের। সবার ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, আপনাদের সমর্থন আমাকে আরও দায়িত্বশীল এবং কার্যকর করে তুলবে, ইনশাআল্লাহ।

জাবিতে আবিদের এই প্রার্থিতা নতুন এক দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের মতে, এটি প্রমাণ করে যে শিক্ষা, সংস্কৃতি ও পারস্পরিক ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে একজন বিদেশি শিক্ষার্থীও ছাত্ররাজনীতিতে ইতিবাচক অবদান রাখতে পারেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2