• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাসের সিটে পড়েছিল আইফোন ও স্বর্ণালঙ্কার, প্রবাসীকে ফেরত দিলেন বাকৃবি শিক্ষার্থী

হাবিবুর রনি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৮:০৯, ২৫ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:১০, ২৫ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
বাসের সিটে পড়েছিল আইফোন ও স্বর্ণালঙ্কার, প্রবাসীকে ফেরত দিলেন বাকৃবি শিক্ষার্থী

বেনাপোল থেকে ময়মনসিংহগামী একটি বাসের সিটের নিচে পাওয়া ব্যাগে ছিল স্বর্ণালংকার, নগদ টাকা, গাড়ির চাবি ও আইফোন। হারানো ব্যাগের প্রকৃত মালিককে খুঁজে বের করে তা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী মো. হাবিবুর রহমান রনি।

সোমবার (২৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বাকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাগটি মালিকের হাতে তুলে দেন শিক্ষার্থী রনি। ব্যাগের মালিক মো. আনোয়ার হোসেন, ময়মনসিংহ শহরের শম্ভূগঞ্জ এলাকার বাসিন্দা ও ‘শাপলা হ্যাচারী’র স্বত্বাধিকারী। তিনি ৫ বছর আমেরিকার প্রবাসী ছিলেন। শিক্ষার্থী রনি ছিলেন বাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ও বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি। 

শিক্ষার্থী ও সাংবাদিক রনি জানান, শনিবার (২৩ আগস্ট) তিনি বন্ধুর বিয়ের অনুষ্ঠান শেষে শামীম এন্টারপ্রাইজের একটি বাসে ঝিনাইদহ থেকে ময়মনসিংহ আসছিলেন। ময়মনসিংহ পৌঁছে নামার সময় পাশের সিটের নিচে পড়ে থাকা একটি ব্যাগ তার নজরে আসে। ভুলবশত কোনো যাত্রী ফেলে গেছেন ভেবে তিনি ব্যাগটি নিয়ে আসেন।

ব্যাগে দেখতে পান একটি আইফোন, কিছু স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় কাগজপত্র ও ওষুধ। আইফোনটি চার্জ না থাকায় বন্ধ হয়ে ছিল। ব্যাগে থাকা চার্জার  দিয়ে চার্জ করে সচল করার পরও একদিনেরও বেশি সময় ওই ফোনে কোনো কল আসেনি। 

এতে হতাশ হয়ে তিনি থানায় জানানোর কথা ভাবছিলেন। অবশেষে সোমবার সকালে ফোনে একটি ম্যাসেজ ও একই নম্বর থেকে কল আসলে প্রকৃত মালিককে শনাক্ত করতে সক্ষম হন।

ব্যাগ ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন প্রবাসী আনোয়ার হোসেন। তিনি বলেন, “আমি পর্তুগালের ভিসার আবেদন করেছিলাম। ভারতে অবস্থিত পর্তুগালের দূতাবাসে সাক্ষাৎ শেষে বেনাপোল হয়ে ময়মনসিংহে ফিরছিলাম। আমার স্ত্রী অসাবধানতাবশত বাসে ব্যাগটি ফেলে যান। ব্যাগে আইফোনসহ ছিল জরুরি কাগজপত্র ও মূল্যবান জিনিস। ফোনে  আমার ইমিগ্রেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস ছিল। এগুলো হারালে মারাত্মক সমস্যায় পড়তে হতো। কিন্তু একজন সৎ মানুষ আমাকে সহযোগিতা করেছেন, এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ।”

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2