জাকসুর খসড়া প্রার্থীর তালিকা প্রকাশিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে মনোনয়ন প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। খসড়া তালিকায় মোট ২৫৬ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচনের জন্য যোগ্য বলে উল্লেখ করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) প্রেস বিজ্ঞপ্তি শেষে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত একটি নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
খসড়া তালিকায় ২৫৬ জন প্রার্থীর মাঝে ভিপি প্রার্থী রয়েছেন ২০ জন। ভিপি পদপ্রার্থী হিসেবে তালিকায় রয়েছেন, মোঃ শেখ সাদী হাসান (বাংলা বিভাগ), আরিফুল ইসলাম (রসায়ন বিভাগ), হামিদুল্লাহ সালমান (ইংরেজি বিভাগ), রাব্বি হোসেন (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ), আরিফুজ্জামান (মার্কেটিং বিভাগ), আব্দুর রশিদ (তুলনামূলক সাহিত্য বিভাগ), সোহানুর রহামান (সরকার ও রাজনীতি বিভাগ), আরিফ উল্লাহ (ফার্মেসী বিভাগ), মোঃ নাঈম খন্দকার (নৃবিজ্ঞান বিভাগ), অমর্ত্য রায় জন (প্রত্নতত্ত্ব), মোঃ আব্দুল্লাহ আল মামুন (বায়োটেকনোলজি বিভাগ), মোঃ সুয়াইব হাসান (নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ), মোঃ সাফায়েত মীর (গণিত বিভাগ), মোঃ রাব্বি হোসেন (সরকার ও রাজনীতি), মোঃ মামুন মিয়া (ইংরেজি), মোঃ আব্দুল মান্নান (নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ), জাকিরুল ইসলাম (রসায়ন বিভাগ), মোঃ মাহফুজুল ইসলাম (পরিবেশ বিজ্ঞান বিভাগ), মোঃ রাসেল আকন্দ (দর্শন বিভাগ), শরীফ মুহাম্মদ (দর্শন বিভাগ)।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী রয়েছেন ১৭ জন। যাদের মাঝে পুরুষ ১৫ জন এবং নারী প্রার্থী দুইজন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে পুরুষ ২১ জন এবং নারী ৯ জন। শিক্ষা গবেষণা পদে প্রার্থী ১৩ জন। পরিবেশ ও প্রকৃতি বিষয়ক সম্পাদক পদে প্রার্থী ১৩ জন। সাহিত্য প্রকাশনাপ্রকাশনা পদে প্রার্থী ৯ জন। সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী রয়েছেন ৯ জন। সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী রয়েছেন ১১ জন। নাট্য সম্পাদক পদে প্রার্থী রয়েছেন ৭জন। ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন ৫ জন। সহ-ক্রীড়া সম্পাদক পদে পুরুষ রয়েছেন ৬ জন এবং নারী প্রার্থী ৬ জন। তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে লড়ছেন ১৪ জন। সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে প্রার্থী ১৪ জন।সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে পুরুষ ৯ জন এবং নারী প্রার্থী আছে ৫ জন। স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন। পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন। কার্যকরী সদস্য পদে পুরুষ প্রার্থী রয়েছেন ৩২ জন এবং নারী রয়েছেন ১৭ জন।
এ বিষয়ে জাবি প্রক্টর কে এম রাশিদুল আলম বলেন,জাবি প্রক্টর কে.এম. রাশিদু আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল নির্বাচনে ২৭৬ জন প্রার্থী থেকে ২০ জনের প্রার্থীতা বাতিল হয়েছে এবং ২৫৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করা হলো। বাতিলকৃত প্রার্থীগন আগামীকাল মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত আপিল করতে পারবে।
বিভি/এসজি
মন্তব্য করুন: