• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাতের পর দুপুরেও চবিতে দফায় দফায় হামলা

প্রকাশিত: ১৪:১৪, ৩১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
রাতের পর দুপুরেও চবিতে দফায় দফায় হামলা

রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের পর আবারও দফায় দফায় চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে উপ-উপাচার্য ড. কামাল উদ্দীন, প্রক্টর তানভীর হায়দার আলীসহ আরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে থেকে থেমে থেমে শুরু হয় এ সংঘর্ষ।

এর আগে শনিবার রাত ১২টার দিকে এক নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট সংলগ্ন ভাড়া বাসায় গেট বন্ধের পর আসলে তাকে হেনস্তা করে ওই বাড়ির দারোয়ান। পরে ভুক্তভোগী ছাত্রী তার বন্ধুদের ডাকলে ধাওয়া করে দারোয়ানকে। এ ঘটনায় এলাকায় মাইকিং করে দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় স্থানীয়রা। এতে আহত হন অর্ধশতাধিক শিক্ষার্থী। গুরুতর আহতদের নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। পরে রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2