• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা, রাকসুতে শেষদিনের মনোনয়নপত্র উত্তোলন বন্ধ

প্রকাশিত: ১৫:১৯, ৩১ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:২০, ৩১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা, রাকসুতে শেষদিনের মনোনয়নপত্র উত্তোলন বন্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়েছে ছাত্রদল। বন্ধ রয়েছে শেষদিনের মনোনয়নপত্র উত্তোলন। রবিবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার পর ১০ টার দিকে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় সংগঠনটি।

রাজশাহী ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী জানান, প্রথম বর্ষের পাঁচ হাজার শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা না হলে তারা নির্বাচনে অংশ নেবেন না।

এদিকে, রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেতাউর রহমান জানান, প্রথম বর্ষের শিক্ষার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, সেক্ষেত্রে নতুনভাবে তফসিল ঘোষণা করতে হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2