• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘শ্রম আইন এবং আন্তর্জাতিক শ্রম মানদণ্ডের জন্য একাডেমিক অংশীদারিত্ম’ শীর্ষক সম্মেলন

প্রকাশিত: ২২:০৮, ১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:৩০, ১ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
‘শ্রম আইন এবং আন্তর্জাতিক শ্রম মানদণ্ডের জন্য একাডেমিক অংশীদারিত্ম’ শীর্ষক সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গ্যানাইজেশন (আইএলও)-এর যৌথ উদ্যোগে ‘শ্রম আইন এবং আন্তর্জাতিক শ্রম মানদণ্ডের জন্য একাডেমিক অংশীদারিত্ম’ শীর্ষ সম্মেলন “Academic Partnerships for Labour Law and International Labour Standards” শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) আইন অনুষদের সম্মেলন কক্ষে উক্ত সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং অ্যাডভান্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের পরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদ বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন।

আইএলও-এর টেকনিক্যাল অফিসার চায়ানিক থামপারিপত্র  (Chayanich Thamparipattra) এবং আইএলও-এর শ্রম আইন বিশেষজ্ঞ ইলেনা জেরাসিমোভা  (Elena Gerasimova) বক্তব্য দেন।

ধন্যবাদ জ্ঞাপন করেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক।

অনুষ্ঠান সঞ্চালন করেন আইএলও-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত জাবিন খান।

এসময় আন্তর্জাতিক শ্রম সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শ্রম আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কাজ করছে। কারিকুলাম ডেভেলপমেন্ট, প্রশিক্ষণ ও শ্রম অধিকার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আইএলও-এর মধ্যে যৌথ গবেষণা প্রকল্প গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2