গবি ছাত্রসংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭৪ জন

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গবিকেছাস) নির্বাচনে ৭৪ জন শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে জানা গেছে, এবার মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৮৭ জন। এর মধ্যে ৭৪ জন জমা দিয়েছেন।
সম্পাদকীয় পদে জমা পড়েছে ৫২টি মনোনয়নপত্র। এর মধ্যে সহসভাপতি পদে ১০ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, সহকারী সাধারণ সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ৪ জন, ক্রীড়া সম্পাদক পদে ৩ জন, সহকারী ক্রীড়া সম্পাদক পদে ৪ জন, সাহিত্য সম্পাদক পদে ৩ জন, সহকারী সাহিত্য সম্পাদক পদে ৫ জন, দপ্তর সম্পাদক পদে ৬ জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৫ জন এবং সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া অনুষদ প্রতিনিধি পদে জমা পড়েছে ২২টি মনোনয়ন। এর মধ্যে কৃষি অনুষদে ২ জন, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদে ৪ জন, কলা ও সমাজবিজ্ঞান অনুষদে ৫ জন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে ৭ জন এবং স্বাস্থ্যবিজ্ঞান অনুষদে ৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
আগামী ধাপে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে এসব মনোনয়ন যাচাই–বাছাই করা হবে।
উল্লেখ্য, গত ২৬ থেকে ২৮ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়। জমা নেওয়া হয় ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর। যাচাই–বাছাই চলবে ২ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত।
বিভি/এজেড
মন্তব্য করুন: