এখনও স্বাভাবিক হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি

এখনও স্বাভাবিক হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ ব্যানারে শিক্ষার্থীদের একটি দল বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির পদত্যাগ চেয়ে আন্দোলনে নেমেছে। তারা প্রক্টর অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ ও নানা স্লোগান দিচ্ছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ সময় তারা ৭ দফা দাবি পেশ করে। যার মধ্যে রয়েছে আহতদের তালিকা প্রকাশ ও প্রক্টোরিয়াল বডির প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও পদত্যাগ। এর আগে সকালেও প্রক্টর ও সহকারী প্রক্টরের পদত্যাগ চেয়ে মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তারা জানান, স্থানীয়দের বর্বরোচিত হামলার অবশ্যই সুষ্ঠু বিচার করতে হবে।
এদিকে, ৭ সেপ্টেম্বর থেকে পুরো দমে ক্লাস ও পরীক্ষা চালু হবে বলে ঘোষণা দিয়েছে প্রশাসন। আজও ক্লাস খোলা থাকলেও শিক্ষার্থীরা তাতে অংশগ্রহণ করছেন না।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: