৮ মূলনীতি নিয়ে জাকসু নির্বাচনের ইশতেহার ঘোষণা ছাত্রদল প্যানেলের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮টি মূলনীতি নিয়ে জাকসু নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে অদম্য ২৪ স্মৃতিস্তম্ভের সামনে ইশতেহার ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী শেখ সাদি হাসান ও জিএস প্রার্থী তানজিলা হাসান বৈশাখী।
ইশতেহারে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা, পরিকল্পিত আবাসন ও খাবার ব্যবস্থা, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও উন্নত চিকিৎসার ব্যবস্থাসহ নারীদের জন্য নিরাপদ পরিবেশ, ক্রীড়া চর্চার বিকাশ এবং পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ বিষয়গুলোকে গুরুত্ব দেয়া হয়েছে।
এদিকে, জাকসু নির্বাচনে নবম দিনেও চলছে প্রার্থীদের প্রচারণা।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: