মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো সোশ্যাল মিডিয়া পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন

ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো সোশ্যাল মিডিয়া পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৬ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনের চীফ রিটার্নিং অফিসারের অফিস থেকে পাঠানো এক অতি জরুরি বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে সোশ্যাল মিডিয়া থেকে নানাধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। প্রার্থীদেরকে নিয়ে নানাভাবে চরিত্রহননের চেষ্টা করছে। দ্ব্যার্থহীনকণ্ঠে আবারো ঘোষণা করছি এ ধরনের কয়েকটি চিহ্নিত সোশ্যাল মিডিয়া পেজের বিরুদ্ধে আমরা আচরণবিধির আওতায় শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং আরো কয়েকটি সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর আওতায় ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: