ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য, আজীবন বহিস্কার ছাত্রদল নেতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই ৩৬ হলে রাত ১১টার পর প্রবেশ করা ছাত্রীদের নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করা ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলনকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি জানান, অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।
এদিকে, আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে জুলাই-৩৬ হলের ছাত্রীরা। বুধবার রাত সোয়া ১১টার দিকে হলের সামনে অবস্থান নিয়ে তারা তিন দফা দাবিতে বিক্ষোভ শুরু করে। এ সময় ছাত্রীরা ‘ইভটিজারের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ বলে নানা স্লোগান দিতে থাকে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: