• NEWS PORTAL

  • শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এবার ফেসবুকে ঘুরছে ছাত্রলীগের প্রোগ্রামে বাকের মজুমদারের ছবি

প্রকাশিত: ১৮:২৬, ৫ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
এবার ফেসবুকে ঘুরছে ছাত্রলীগের প্রোগ্রামে বাকের মজুমদারের ছবি

৫ আগস্ট পূর্ববর্তী বিভিন্ন ছাত্রনেতার ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ নিয়ে নানান আলোচনা সমালোচনার মধ্যে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক এবং ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারের ছাত্রলীগ সম্পৃক্ততার ছবি।

ডাকসু নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ' প্যানেল থেকে জিএস প্রার্থী আবু বাকের। গণ অভ্যুত্থানে পতিত শেখ হাসিনা সরকারের আমলে তিনি ছাত্রলীগের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ছবিও ভাইরাল হয়েছে।

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি কর্মশালার রেজিস্ট্রেশন বুথে দায়িত্ব পালন করেছেন বাকের মজুমদার। সেই দিনই ছবিটি নিজের ফেসবুকে প্রচার করেছিলেন খন্দকার হাবিব আহসান নামের এক শিক্ষার্থী। যা গতকাল হঠাৎ আলোচনায় চলে আসে।

ছাত্রলীগের রেজিস্ট্রেশন বুথে আবু বাকের মজুমদারের থাকার ছবিটি প্রকাশ করে তার ছাত্রলীগ সম্পৃক্ততা নিয়ে সমালোচনা করছেন নেটিজেনরা। 

এ বিষয়ে জানতে চাইলে আবু বাকের মজুমদার কোনো মন্তব্য করতে রাজি হননি। বিষয়টি তিনি এড়িয়ে যান।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2