জাকসু নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। অনলাইন স্যোশাল মিডিয়াতেও সরব তারা। প্রার্থীরা বলছেন, ফেসবুকে শিক্ষার্থীরা বেশি সক্রিয়। সশরীরের চেয়ে অনলাইনে ভোটারদের কাছে অল্প সময়ে পৌঁছানো যায়। তাই তারা সশরীর প্রচারের পাশাপাশি অনলাইন তথা ফেসবুক প্রচারেও গুরুত্ব দিচ্ছেন।
‘আইলো আইলো, আইলো রে, রঙ্গে ভরা জাকসু আবার আইলো রে’ শিরোনামে একটি গান গেয়ে অনলাইনে প্রচার করে নজর কেড়েছেন ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ প্যানেলের প্রার্থীরা। দেড় মিনিটের ওই ভিডিও আপলোড করে ফেসবুকে বেশ সাড়া পেয়েছেন তারা।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের দেয়াল, ভবন, শ্রেণিকক্ষ ও আবাসিক হলে নিষেধ রয়েছে লিফলেট বা পোস্টার লাগানো । শুধু নির্বাচন কমিশন কর্তৃক আবাসিক হল ও অনুষদ ভবনের নিচে দেওয়া নির্বাচনী বোর্ডেই সাঁটাতে পারবেন লিফলেট।
তবে প্রচারের বোর্ডের পরিমাণ বেশি না হওয়ায় জায়গা পাচ্ছে না অনেক প্রার্থী। তাই অনলাইন মাধ্যমকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন তারা। ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু ও হল সংসদ নির্বাচন।
বিভি/এমআর
মন্তব্য করুন: