প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমানোর কথা ভাবা হচ্ছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

ছবি: ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমানোর কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
রবিবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।
বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে ১৮০ দিন ক্লাস হয় উল্লেখ করে সাপ্তাহিক ছুটি নয়, শিক্ষা ক্যালেন্ডারে ছুটি কমিয়ে ক্লাস বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানান উপদেষ্টা।
শিক্ষা বহির্ভূত অনেক কাজে শিক্ষকদের ব্যস্ত রাখায় শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরে শুরু থেকে ১৫০টি উপজেলার সরকারি প্রথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে।
বিভি/এআই
মন্তব্য করুন: