জরুরি বার্তায় ডাকসুর ফল ঘোষণার সময় জানালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শেষে চলছে ভোট গণনা। রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এই নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
রাত সাড়ে ১২টার দিকে এক জরুরি বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আটটি কেন্দ্র থেকে প্রত্যেক হল সংসদের ফলাফল ও ডাকসুর ফলাফল ঘোষণা করা হবে। সিনেট ভবন সামনে থেকে ডাকসুর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।
এদিকে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল জানার জন্য বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপস্থিত হয়েছেন কয়েক শত শিক্ষার্থী, প্রার্থী ও গণমাধ্যমকর্মী।
সিনেট ভবন থেকে গণমাধ্যমকে প্রতিবেদক জানিয়েছেন, এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সিনেট ভবন। বাইরেও অনেকে অপেক্ষা করছেন। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে শিক্ষার্থীদের মাঝে। তারা মাঝে মাঝে স্লোগানও দিচ্ছেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ভোটকেন্দ্রে ভোট গণনা শেষ হওয়ার খবর পাওয়া যায়নি। তবে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসীম উদ্দিন জানিয়েছেন, রাতের মধ্যেই ফলাফল ঘোষণা হবে। তবে সঠিক সময় জানানো সম্ভব হচ্ছে না এখনই।
বিভি/টিটি
মন্তব্য করুন: