• NEWS PORTAL

  • বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

তিন হলের ফল ঘোষণা: বিপুল ভোটে এগিয়ে সাদিক ও ফরহাদ

ডাকসু নির্বাচন-২০২৫

প্রকাশিত: ০২:৫৪, ১০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৩:০৮, ১০ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
তিন হলের ফল ঘোষণা: বিপুল ভোটে এগিয়ে সাদিক ও ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হল কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রে অমর একুশে হল, সুফিয়া কামাল হল ও ফজলুল  মুসলিম হলের ভোট গণনা শেষে ফল প্রকাশ করা হয়েছে। এ তিন হলে সহ-সভাপতি (ভিপি) পদে এগিয়ে রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের মো. আবু সাদিক (সাদিক কায়েম)। তিনি পেয়েছেন ২১৫১ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদেও এগিয়ে রয়েছেন একই প্যানেলের এস এম ফরহাদ। তিনি পেয়েছেন ১৭২৮ ভোট।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খাঁন পেয়েছেন ৪২৪ ভোট। একই প্যানেলের তানভীর বারী হামিম কার্জন হল কেন্দ্রে পেয়েছেন ৬৫৭ ভোট।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের এজিএস প্রার্থী মহিউদ্দিন খাঁন ২০৭০ ভোট পেয়ে এগিয়ে আছেন। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৪৪৩ ভোট। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ফল ঘোষণা করেন হল নির্বাচন কমিশনার। 

এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। যা বিরতিহীনভাবে চলে চলে বিকেল ৪টা পর্যন্ত। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৮টি ও হল সংসদে ১৩ পদে ভোট দেন শিক্ষার্থীরা।

ভোট গ্রহণ শেষে জানা যায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ৮০.২৪ শতাংশ, অমর একুশে হল ৮৩.৩০ শতাংশ, ফজলুল হক মুসলিম হল ৮১.৪৩ শতাংশ, জগন্নাথ হল ৮২.৪৪ শতাংশ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ৮৪.৫৬ শতাংশ, সলিমুল্লাহ মুসলিম হল ৮৩ শতাংশ, রোকেয়া হল ৬৫.৫০ শতাংশ, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ৬৮.৩৯ শতাংশ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ৬৭.০৮ শতাংশ, স্যার এ এফ রহমান হল ৮২.৫০ শতাংশ, হাজী মুহম্মদ মুহসীন হল ৮৩.৩৭ শতাংশ, বিজয় একাত্তর হল ৮৫.০২ শতাংশ, সূর্যসেন হল ৮৮ শতাংশ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ৭৫ শতাংশ, শেখ মুজিবুর রহমান হল ৮৭ শতাংশ, কবি জসীম উদ্দীন হল ৮৬ শতাংশ, কবি সুফিয়া কামাল হল ৬৪ শতাংশ, শামসুন নাহার হল ৬৩.৬৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: