• NEWS PORTAL

  • বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

৬ হলের ফল ঘোষণা: বিপুল ভোটে এগিয়ে শিবির সমর্থিত প্যানেলের ভিপি-জিএস-এজিএস  

প্রকাশিত: ০৪:১১, ১০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৪:১৮, ১০ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
৬ হলের ফল ঘোষণা: বিপুল ভোটে এগিয়ে শিবির সমর্থিত প্যানেলের ভিপি-জিএস-এজিএস  

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ৫টি হলের ফল ঘোষণা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিম কায়েম), জিএস প্রার্থী এস এম ফরহাদ ও এজিএস প্রার্থী মহিউদ্দিন খাঁন এগিয়ে আছেন।

ফলাফল ঘোষণা করা হলগুলো হচ্ছে- শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হল, শহীদ জিয়াউর রহমান হল ও জগন্নাথ হল।

ফলাফলে দেখা গেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) সর্বমোট ৪২৭২ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ২৩০৪ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদেও এগিয়ে রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের এস এম ফরহাদ। তিনি পেয়েছেন ৩২৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সমর্থিত তানভীর বারী হামিম পেয়েছেন ১৭৩৯ ভোট।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের এজিএস প্রার্থী মহিউদ্দিন খাঁন ৩৯১৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ২১৩৫ ভোট। 

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।

এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ করা হয়েছে। 

বিভি/টিটি

মন্তব্য করুন: