• NEWS PORTAL

  • বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ-এজিএস মহিউদ্দিন

প্রকাশিত: ০৯:০৯, ১০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১০:৫১, ১০ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ-এজিএস মহিউদ্দিন

বিপুল ভোটের ব্যবধানে ডাকসু নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবিরের ছাত্রনেতা সাদিক কায়েম। জিএস হয়েছেন একই প্যানেলের এস এম ফরহাদ এবং এজিএস হয়েছেন মুহা. মহিউদ্দিন খান।

বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

জানা যায়, ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট পেয়েছেন। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৪ ভোট পেয়েছেন।

অন্যদিকে, ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। এছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু ৪ হাজার ৯৪৯ ভোট, গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আবু বকর মজুমদার ২ হাজার ১৩১ ভোট পেয়েছেন।

এছাড়াও, ডাকসুর এজিএস (সহ সাধারণ সম্পাদক) পদে শিবিরের মুহা. মহিউদ্দিন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট, ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ ৫ হাজার ৬৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী তাহমীদ আল মুদাসসীর পেয়েছেন ৩ হাজার ৮ ভোট। আর প্রতিরোধ পর্ষদের জাবির আহমেদ জুবেল পেয়েছেন ১ হাজার ৫১১ ভোট। এছাড়া মহিউদ্দিন রনি ১ হাজার ১৩৭, আশরেফা খাতুন ৯০০, আশিকুর রহমাস জিম ৭৯৬ ও হাসিব আল ইসলাম ৫২০ ভোট পেয়েছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: