• NEWS PORTAL

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আশা পূরণ হলো না পরিবারের, চিরনিদ্রায় শায়িত শিক্ষক মৌমিতা

প্রকাশিত: ১১:১৬, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আশা পূরণ হলো না পরিবারের, চিরনিদ্রায় শায়িত শিক্ষক মৌমিতা

নিজ জেলা পাবনার আরিফপুর কবরস্থান চিরনিদ্রায় শায়িত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা। শুক্রবার রাতে শহরের কাচারিপাড়া জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পাবনা সদরের আরিফপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জান্নাতুল ফেরদৌস মৌমিতার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি তার নিজ বাড়িতে পৌঁছায়। এ সময় শোকের ছায়া নেমে আসে। বাবা-মা ও আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়েন।

পরিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে পারিবারিকভাবে বিয়ের রেজিষ্ট্রি হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার। পরিবারের আশা ছিল একমাত্র মেয়েকে জাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে শ্বশুরবাড়িতে পাঠানোর, কিন্তু তা আর হলো না। মাত্র ৩০ বছর বয়সেই পরপারে পাড়ি জমালেন তিনি।

১৯৯৫ সালে জন্ম জান্নাতুল ফেরদৌস মৌমিতার। ২০০৯ সালে পাবনা সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং পাবনা মহিলা কলেজ থেকে ২০১১ সালে এইচএসসি পাস করার পর ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানেই অনার্স ও মাস্টার্স শেষে ২০২১ সালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: