সন্ধ্যা পর্যন্ত গড়াবে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা

জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল আজ সন্ধ্যা ৭টার মধ্যে ঘোষণা হতে পারে বলে জানানো হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। তিনি বলেন, ভোট গণনার কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ভোট গণনার কাজ প্রায় শেষের দিকে। দুপুর দুইটা থেকে আড়াইটার মধ্যে গণনার কাজ শেষ হবে। এরপর ফল ঘোষণার প্রস্তুতি আমরা নেবো। আশা করছি, সন্ধ্যা সাতটার মধ্যে নির্বাচনের ফল ঘোষণা হবে।
এর আগে, সকাল ১১টার দিকে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী সাংবাদিকদের বলেন, আমরা দুপুর দুইটা মধ্যে প্রকাশ করতে পারব বলে আশা করি।
উল্লেখ্য, নির্বাচনের তৃতীয় দিনেও চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২১টি হলের মধ্যে ১৮টি হলের ভোট গণনা শেষ হয়েছে। আর সবগুলো হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে।
এদিকে, ভোট গণনার জটিলতায় বিরক্ত সাধারণ ভোটাররা, উদ্বেগ দেখা দিয়েছে প্রার্থীদের মধ্যে। ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়। সকাল ৯টা থেকে বেলা ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলকে ভোটকেন্দ্র করা হয়। মোট ভোটার ১১ হাজার ৮৯৭। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোট পড়েছে ৬৬ দশমিক সাত দুই শতাংশ। লোকবল বাড়িয়ে গণনা কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: