• NEWS PORTAL

  • সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বিসিএস পরীক্ষার্থীদের যাতায়াতে হাবিপ্রবি শিবিরের ফ্রি বাস সার্ভিস

মো. রাফিউল হুদা, হাবিপ্রবি

প্রকাশিত: ১৫:১১, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিসিএস পরীক্ষার্থীদের যাতায়াতে হাবিপ্রবি শিবিরের ফ্রি বাস সার্ভিস

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিসের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা। বিশ্ববিদ্যালয় থেকে রংপুর কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের জন্য এই যাতায়াত সুবিধা নিশ্চিত করা হয়েছে।

গত শনিবার দিবাগত রাতে ছাত্রশিবির হাবিপ্রবি শাখার সভাপতি রেজওয়ানুল হক তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে এই ঘোষণা দেন। তিনি জানান, ক্যাম্পাস থেকে রংপুর পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের জন্য মোট পাঁচটি বাস বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে দুটি বাস নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় ছাত্রশিবিরের অফিশিয়াল ফেসবুক পেজে একটি গুগল রেজিস্ট্রেশন ফরম উন্মুক্ত করা হবে। রেজিস্ট্রেশন ছাড়া কেউ এই সার্ভিসের আওতায় আসতে পারবেন না বলে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রেজওয়ানুল হক বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময়ই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকে। পরীক্ষার দিন অনেকেই বাস না পেয়ে দেরিতে কেন্দ্রে পৌঁছায়। তাই আমরা আমাদের পক্ষ থেকে ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছি, যাতে শিক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারে এবং পরীক্ষা শেষে নিরাপদে ফেরত আসতে পারে।’

বিভি/এজেড

মন্তব্য করুন: